ব্যবহারের শর্তাবলীঃ

  • সাইটটি অ্যাক্সেস করার মাধ্যমে আপনি আইন অনুসারে সকল চুক্তি মানার নিশ্চয়তা প্রদান করেন এবং আপনি এটাও নিশ্চিত করেন যে আপনাকে কমপক্ষে ১৮ বছর বয়স্ক হতে হবে অথবা কোন অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হবে।
  • আপনি যদি sundarbanshop.com এর সাথে আপনার অ্যাকাউন্ট নিবন্ধন করতে চান তবে আপনাকে বৈধ বাংলাদেশী মোবাইল নম্বর এবং আপনার ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে অথবা ওয়েবসাইট নিবন্ধন ফর্মের মাধ্যমে উল্লিখিত বিবরণ পূরণ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনি একটি পাসওয়ার্ড বা এককালীন পিন নাম্বার পাবেন যা আপনি ওয়েবসাইটে অর্ডার করতে ব্যবহার করতে পারেন।
  • এই ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, যা sundarbanshop.com দ্বারা চালিত হয় না এবং লিঙ্কযুক্ত সাইটের উপর sundarbanshop.com এর কোন নিয়ন্ত্রণ নেই এবং আপনার ব্যবহার থেকে উদ্ভুত কোন প্রকার ক্ষতির জন্য sundarbanshop.com কোন দায়বদ্ধতা স্বীকার করে না। লিঙ্কযুক্ত সাইটগুলিতে আপনার ব্যবহার প্রতিটি সাইটের মধ্যে উল্লেখিত ব্যবহারের শর্তাবলী এবং পরিষেবার শর্তাবলী অনুসারে হবে।
  • আমরা যে কোন সময়ে এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি। যা ওয়েবসাইটে প্রকাশ করা হলে এই ধরনের পরিবর্তন কার্যকর হবে। আমাদের এই ধরনের পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশ করার পর আপনার অব্যাহত ব্যবহার দ্বারা, আপনি শর্তাবলী সংশোধিত / পরিবর্তিত হিসাবে গ্রহণ করেন।
  • আপনি ওয়েবসাইটটি ব্যবহার করলে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি দায়ী থাকবেন এবং আপনার ইউজারনেম এবং অ্যাকাউন্ট এ ঘটা কার্যকলাপ এর জন্য আপনি দায়ী থাকবেন এবং আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের অ্যাক্সেস (ব্যবহারের অনুমতি) সীমাবদ্ধ রাখার জন্য দায়বদ্ধ থাকবেন। আপনার কাছে যদি এমন কোন কারন থাকে যে,যদি আপনি বিশ্বাস করেন যে আপনার পাসওয়ার্ডটি অন্য কেউ জানে, বা অননুমোদিতভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করা হতে পারে তবে আপনার অতি দ্রুতভাবে আমাদেরকে জানানো উচিত। আপনি এই মর্মে সম্মত হন যে, যদি আপনি এমন কোনও তথ্য প্রদান করেননি যা অসত্য, ভুল, বর্তমান নয় বা সম্পূর্ণ নয় বা আমাদের কাছে যদি ব্যবহারের শর্তাবলী অনুযায়ী সন্দেহ করার কারন থাকে যে আপনার প্রদানকৃত তথ্য অসত্য, ভুল, বর্তমান নয় বা সম্পূর্ণ নয়, তাহলে ওয়েবসাইটে আপনার সদস্যপদ স্থগিত করার অধিকার আমাদের রয়েছে।

নীতিমালাঃ

  • সাইটে কোন ব্যক্তি অথবা ব্যবসায়ী একজন সদস্য হিসেবে একবারের বেশি রেজিষ্ট্রেশন করতে পারবেন না।
  • এই সেকশনে উল্লিখিত কার্যক্রম না করার জন্য আপনি একমত হয়েছেন; এসব কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারনে আপনার অ্যাকাউন্ট, সার্ভিস, রিভিউ, অর্ডার অথবা চলমান থাকা কোন অসম্পূর্ণ লেনদেন তাৎক্ষনিকভাবে বাতিল বলে বিবেচিত হবে এবং আমরা আইনের আশ্রয়ও নিতে পারি এসব ক্ষেত্রেঃ
    • নিয়ম ও শর্তাবলী মেনে চলতে অস্বীকার করা অথবা সাইট ব্যবহারের অন্য কোনও নির্দেশিকা ও নীতিমালা মেনে চলতে অস্বীকৃতি জানানো।
    • অন্য কোন ব্যক্তির ছদ্মবেশ ধারণ করা অথবা মিথ্যার আশ্রয় নিয়ে রাষ্ট্র বা অন্য কোন ব্যক্তি ও সত্তার সঙ্গে আপনাকে সংযুক্ত করা।
    • অবৈধ উদ্দেশ্যে সাইট ব্যবহার করা।
    • সাইটে অন্যের ব্যবহার ও উপভোগের উপর হস্তক্ষেপ করা।
    • গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ বলে বিবেচিত কোন নিষিদ্ধ উপাদান সাইটের মাধ্যমে পোষ্ট করা, প্রচারণা করা অথবা ট্রান্সমিট করা।
    • যেকোন সফটওয়্যার বা উপাদান ব্যবহার বা আপলোড করা, যার মাধ্যমে ক্ষতিকর উপাদান সংক্রমিত হবার সুযোগ থাকে যেমন ভাইরাস, ক্ষতিকর কোড অথবা অন্য যেকোন ক্ষতিকর উপাদান যা সাইটের ডেটা ক্ষতিগ্রস্ত করে; অন্য কোনও গ্রাহকের কম্পিউটার বা মোবাইল ডিভাইস বা সাইটকে ক্ষতিগ্রস্থ করতে পারে এবং এমন কিছু ব্যবহার বা আপলোড করা যা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার বা ইন্টারনেট নীতিমালার সাথে অসঙ্গতিপূর্ণ ও আইন বহির্ভুত বলে বিবেচিত হতে পারে।
    • জালিয়াতির কারনে বা কোন প্রকার অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার ফলে অথবা কোন বেআইনি কর্মকান্ডের ফলে।থে অনুমোদিত নয় এমন অ্যাক্সেস বা হস্তক্ষেপ করার চেষ্টা করা।
  • উপরে উল্লেখিত ব্যবহারের শর্তাবলী এবং নিতীমালার কোন একটি অংশ অমান্য করলেই অনুচ্ছেদে বর্ণিত নিয়মানুসারে কোন প্রকার পূর্ববর্তী নোটিশ ছাড়াই আপনার লাইসেন্সটি বাতিল করা হবে।